টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের অভিনয়জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে নানাভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
তিনি নিজেই জানিয়েছেন, সেই সময় সংবাদমাধ্যমে প্রায়ই লেখা হতো—‘মেয়েটার গ্ল্যামার নেই’। এ ধরনের মন্তব্য তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। কীভাবে নিজেকে উপস্থাপন করবেন, সাজসজ্জায় বা ব্যক্তিত্বে কী ধরনের পরিবর্তন আনবেন—প্রথমদিকে সে বিষয়ে দিশা খুঁজে পাচ্ছিলেন না কোয়েল।
এই সমালোচনাই শেষ পর্যন্ত তাঁর ভেতরে পরিবর্তনের শক্ত অনুপ্রেরণা জাগায়। নিজের লুকে বড় ধরনের বদল আনতে সাহসী সিদ্ধান্ত নেন তিনি। একসময় পুরো চুল সোনালি রঙে রাঙিয়ে সম্পূর্ণ নতুন এক রূপে হাজির হন। সেই পরিবর্তন তাঁকে নতুনভাবে আলোচনার কেন্দ্রেও নিয়ে আসে।
কোয়েল মনে করেন, ক্যারিয়ারের প্রথমদিকের সমালোচনা যে কাউকেই মানসিকভাবে ভেঙে দিতে পারে। কিন্তু তিনি সেই নেতিবাচক মন্তব্যকে নিজের এগিয়ে যাওয়ার শক্তিতে পরিণত করেছিলেন। তাঁর ভাষায়, কখনও কখনও নিজেকে নতুনভাবে তুলে ধরতে হলে পরিবর্তন শুরু করতে হয় নিজের ভেতর থেকেই।
দীর্ঘ দুই দশকের অভিনয়যাত্রা পেরিয়ে এখন কোয়েল মল্লিক টলিউডে এক সুপ্রতিষ্ঠিত নাম। গ্ল্যামার নিয়ে একসময় যে মন্তব্য তাঁকে ভাবিয়ে তুলেছিল, আজ তা কেবলই অতীতের অংশ।


































