ঢাকায় জেমস-আজমতের কনসার্ট বাতিল

ঢাকায় জেমস-আজমতের কনসার্ট বাতিল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৩, ১৫ নভেম্বর ২০২৫

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ‘আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্ট।

এই কনসার্টের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল এবং পাকিস্তানি শিল্পী আলী আজমতও তিন দিন আগে ঢাকায় এসে পৌঁছান।

কিন্তু কনসার্টের দিন সকালে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন বাজের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত এক খবর জানানো হয়। তারা ঘোষণা করে যে অনিবার্য পরিস্থিতির কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তারা খুব শিগগির অন্য কোনো ভেন্যুতে এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছেন এবং এর বিস্তারিত বিবৃতি প্রকাশ করবেন। তবে শুক্রবার রাত ১১টার দিকে অ্যাসেন কমিউনিকেশন থেকে প্রকাশিত বিবৃতিতে নিশ্চিত করা হয় যে কনসার্টটি বাতিল হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে ১৪ নভেম্বর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘লেজেন্ড লাইভ ইন ঢাকা: আলী আজমত x নগরবাউল জেমস’ কনসার্টটি বাতিল করা হয়েছে। দেশের চলমান অস্থিরতা ও নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে দর্শক, স্পনসর, পার্টনার এবং টিকিটধারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।”

তারা আরও জানান, দেশের পরিস্থিতি স্থিতিশীল হলে এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই নতুন তারিখে কনসার্ট আয়োজনের পরিকল্পনা কার্যকর করা হবে। টিকেট রিফান্ড সংক্রান্ত তথ্য এবং ভবিষ্যতের আপডেট শিগগিরই অফিসিয়াল চ্যানেলগুলোতে প্রকাশ করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement