আজ পালিত হচ্ছে ‘প্রথম প্রেম দিবস’

আজ পালিত হচ্ছে ‘প্রথম প্রেম দিবস’ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আজ ১৮ সেপ্টেম্বর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘প্রথম প্রেম দিবস’। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির সূচনা হয়েছিল। তারপর থেকে প্রতিবছরই দিনটি উদযাপিত হচ্ছে নানা দেশে, নানাভাবে।

প্রথম প্রেমের স্মৃতি তো এমনিতেই চিরস্মরণীয়- আর আজকের দিনে সেটি যেন ফিরে দেখার এক অনন্য উপলক্ষ। জীবনের প্রথম ভালো লাগার মানুষটির কথা মনে পড়লে মন ভরে ওঠে দুষ্টু-মিষ্টি স্মৃতিতে। কারও সৌভাগ্য হলে সেই প্রথম প্রেম আজও জীবনসঙ্গী হয়ে পাশে থাকে। তখন একসাথে বসে স্মৃতির ঝাঁপি খুললেই যেন ফিরে যাওয়া যায় সেই স্বপ্নিল দিনে, যেখানে সবকিছুই ছিল সতেজ ও নতুন।

কবি-সাহিত্যিকরা বারবার বলেছেন, প্রথম প্রেম একবারই আসে, আসে নীরবে, অজান্তে। নচিকেতার গান যেমন মনে করিয়ে দেয়- প্রথম প্রেমের তুলনা কোনো কিছুর সঙ্গেই চলে না। সেই প্রেম অগণিত কবিতা, অজস্র গানের জন্ম দেয়।

সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতোই প্রথম প্রেম মানে এক গভীর টান, যেখানে হাতের স্পর্শও হয়ে ওঠে পবিত্র, ওষ্ঠের উচ্চারণও হয়ে ওঠে সত্যের প্রতীক। সত্যিই তো, প্রথম প্রেমের সঙ্গে কোনো অপরাধবোধ থাকে না। সেটি নির্মোহ, সহজাত এবং নিখাদ অনুভূতির প্রকাশ।

প্রথমবার কারও হাত ধরা, পাশাপাশি হাঁটা, প্রথম নিজের সুখ–দুঃখ ভাগ করে নেওয়া এসবই জীবনে এক অবিস্মরণীয় আবেগের জন্ম দেয়। সেই প্রেম অনেক সময় পরিণতি না পেলেও এর রেশ থেকে যায় দীর্ঘদিন, এমনকি আজীবন।

তবে প্রেমের গল্প সবসময় মধুর হয় না। কারও জীবনে প্রথম প্রেম আসে ঝড়ের মতো, আবার কারও জীবনে নিয়ে আসে বিচ্ছেদ আর গভীর কষ্ট। কিন্তু প্রতিটি অভিজ্ঞতাই মানুষকে কিছু না কিছু শেখায়। সময়ের সঙ্গে সঙ্গে বেদনাদায়ক স্মৃতি হয়তো ফিকে হয়ে যায়, তবুও বুকের ভেতর রয়ে যায় এক চিনচিনে অনুভূতি।

কবি মহাদেব সাহার মতো অনেকেই বিশ্বাস করেন - প্রথম প্রেমকে ভুলতে চাইলেই তা আরও গভীরভাবে আঁকড়ে ধরে। আহসান হাবীবও মনে করিয়ে দেন, ভালোবাসা না থাকলেই বোঝা যায় ভালোবাসার অস্তিত্ব কতটা প্রবল।

কেউ হয়তো প্রথম প্রেমকে যত্ন করে মনে রাখেন, আবার কেউ অবহেলায় ভুলেও যান। নতুন সম্পর্ক, নতুন মানুষ জীবনে জায়গা নেয়। তাই অনেকেই বলেন, আসলে প্রতিটি প্রেমই যেন প্রথম প্রেম। হুমায়ুন আজাদও লিখেছেন মানুষ যতবার প্রেমে পড়ে, প্রতিবারই সেটি মনে হয় প্রথম প্রেম।

এই কারণেই প্রথম প্রেমের অনুভূতি এত চিরন্তন, এত অমূল্য। কবির ভাষায়-
“সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব;
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি-অনুভব।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement