আন্দোলন ঠেকাতে সমন্বয়কদের গুমের হুমকি

আন্দোলন ঠেকাতে সমন্বয়কদের গুমের হুমকি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের আন্দোলন দমাতে তাকে আয়না ঘরে নেয়া হয়েছিল। সেখানে জিজ্ঞাবাদের নামে চালানো হয় নির্যাতন। আন্দোলন বন্ধে সমন্বয়কদের দেওয়া হয়েছিল গুমের হুমকিও।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের জবানবন্দিতে এসব তথ্য তুলে ধরেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি-জামায়াত নাশকতা করছে—এমন স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন করা হয় তাদের ওপর। শেখ হাসিনাসহ যারা জুলাই গণহত্যায় জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। একই সঙ্গে জানান, অভ্যুত্থান-পরবর্তী সরকার গঠনের জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

এর আগে, প্রথম দিনের জবানবন্দিতে নাহিদ ইসলাম ২০১৮ সালে কোটা প্রথা বাতিল আন্দোলন, ২০১৯ সালের একতরফা ডাকসু নির্বাচন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের দমন-নিপীড়নের বিবরণ দেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement