মিডিয়ার স্বাধীনতা আসেনি, এখনও নিয়ন্ত্রণ চলছে: নাহিদ ইসলাম

মিডিয়ার স্বাধীনতা আসেনি, এখনও নিয়ন্ত্রণ চলছে: নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে মিডিয়া আগে যেমনভাবে নিয়ন্ত্রণ করা হতো, এখনও একইভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। তিনি বলেন, “আমিও দায়িত্বে ছিলাম, কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিডিয়ার সংস্কার করা হয়নি।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের জবানবন্দি শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে নাহিদ ইসলাম জানান, শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে তাদের নেয়া হয়েছিল ‘আয়না ঘরে’। সেখানে জিজ্ঞাবাদের নামে নির্যাতন চালানো হয়। শুধু তাই নয়, আন্দোলন থামাতে আন্দোলনের সমন্বয়কদের গুম করার হুমকিও দেয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement