অস্কার নিয়ে এমি পোলার, যা বললেন

Published : ১১:২৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫
অস্কার হাতে ওঠেনি বটে, তবুও পশ্চিমা বিনোদন দুনিয়ায় এমি পোলারের অবস্থান মোটেও ম্লান নয়। বরং অভিনয় আর কমেডি—দুই ক্ষেত্রেই তিনি জায়গা করে নিয়েছেন প্রথম সারির তারকাদের কাতারে। পেয়েছেন প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস ও গোল্ডেন গ্লোব পুরস্কার। নাম লিখিয়েছেন মর্যাদাপূর্ণ হলিউড ওয়াক অব ফেমেও।
এই তারকা যখন অস্কার নিয়ে খোলাখুলি সমালোচনা করেন, তখন তা অবহেলা করার মতো বিষয় নয়। আর তাঁর অভিযোগও বেশ তাৎপর্যপূর্ণ অস্কারে বছরের পর বছর কমেডি ছবিগুলো অবমূল্যায়িত হয়ে আসছে।
নিজের পডকাস্ট শো ‘গুড হ্যাং’-এ এমি পোলার বলেন, “অস্কারে প্রতিবছরই কমেডিয়ানরা ফিরতে হয় খালি হাতে। শুধু গম্ভীর চরিত্রেই পুরস্কার যায়। অথচ কমেডি করা মোটেই সহজ কাজ নয়। এটা অন্যায়।”
যদিও সাম্প্রতিক কালে কিছু ছবিতে কমেডির ছোঁয়া থেকে পুরস্কার গেছে যেমন গত আসরে আলোচিত ‘আনোরা’ কিংবা এর আগে *‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’। তবে এগুলোও আসল ধারার কমেডি নয়। অস্কার মনোনয়ন তালিকায় অবশ্য গ্রেটা গারউইগের ‘বার্বি’ ব্যতিক্রম উদাহরণ হিসেবে জায়গা করে নিয়েছিল। কিন্তু চূড়ান্ত পুরস্কার আবারও ঘুরেফিরে অন্যদের ঝুলিতেই গিয়েছে—সেরা ছবির ট্রফি এবারও হাতছাড়া।
এমির এই আলোচনায় অংশ নেন অস্কারজয়ী অভিনেত্রী অলিভিয়া কলম্যানও। তাঁর নতুন কমেডি ছবি ‘দ্য রোজেস’ মুক্তি পেয়েছে ২৯ আগস্ট। এমির সঙ্গে একমত হয়ে অলিভিয়া বলেন, “যদি তুমি কমেডি করতে পারো, তবে তুমি সবই করতে পারবে। এ ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস।”
BD/AN