কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশের দাম কত

Published : ১৩:২৮, ১৮ সেপ্টেম্বর ২০২৫
দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। প্রথম চালান হিসেবে ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছায়। এর পরপরই আরও ৫০ মেট্রিক টন ইলিশ পৌঁছে যায় কলকাতায়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কলকাতা ও হাওড়ার পাইকারি বাজারে বাংলাদেশি ইলিশের প্রথম চালান নিলামে ওঠে। খুচরা বাজারে প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। তবে ব্যবসায়ীদের ধারণা, চাহিদা আরও বাড়লে দাম বাড়তে পারে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, শারদোৎসবের আগে ভারতের জন্য ইলিশ পাঠানোর প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ চালান পাঠানো হয়েছে। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ধাপে ধাপে মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। কলকাতার স্থানীয় সংবাদমাধ্যমগুলোতেও বাংলাদেশি ইলিশ পৌঁছানোর খবরকে গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে।
২০১৫ সালের জাতীয় রপ্তানি নীতি অনুযায়ী শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানির সুযোগ রাখা হলেও বিদেশে প্রথম ইলিশ রপ্তানির অনুমতি মেলে ২০১৯ সালে। সেই থেকে দুর্গাপূজার আগে ভারতে নিয়মিত ইলিশ পাঠানো হচ্ছে।
এ বছরও অন্তর্বর্তীকালীন সরকার মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে (প্রায় ১ হাজার ৫৭ টাকা) রপ্তানির শর্ত নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ৩৭টি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। মৎস্য ব্যবসায়ীদের মতে, চলতি সপ্তাহেই কলকাতা ও আশপাশের জেলার বাজারগুলোতে সহজলভ্য হবে বাংলাদেশের ইলিশ।
BD/AN