পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫

গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক একের পর এক পদত্যাগের ঘটনায় আলোচনায় ছিল। সেই ধারাবাহিকতায় এবার চাপের মুখে সরে দাঁড়ালেন রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগপত্র জমা দেন, যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

এর আগে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুইজন ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান এবং নীতি উপদেষ্টা পদত্যাগ করেছিলেন। তবে তারা সবাই ছিলেন চুক্তিভিত্তিক কর্মকর্তা। পটপরিবর্তনের পর এবার প্রথমবারের মতো কোনো নিয়মিত কর্মকর্তা পদত্যাগ করলেন।

মেজবাউল হক ২০২২ সালের ডিসেম্বরে নির্বাহী পরিচালক পদে উন্নীত হন এবং একই দিন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পান। দীর্ঘ সময় তিনি কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের দায়িত্বে ছিলেন।

ব্যাংকিং মহলে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। গণ-অভ্যুত্থানের পর তাকে কেন্দ্রীয় কার্যালয় থেকে বদলি করে রাজশাহী অফিসে পাঠানো হয়।

উল্লেখ্য, মেজবাউল হক ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement