কুরিয়ারে গাঁজা পাচার, গ্রেফতার ১

কুরিয়ারে গাঁজা পাচার, গ্রেফতার ১ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাঠানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক। মঙ্গলবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের বাসিন্দা ওসমান গনির ছেলে আব্দুল্লাহ ওই রাতে স্থানীয় এজে আর কুরিয়ার সার্ভিস অফিসে একটি পার্সেল পাঠাতে আসেন। অফিসকর্মীরা পার্সেলটি পরীক্ষা করতে গিয়ে ভেতরে গাঁজা পেয়ে তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন।

পরে টহলরত পুলিশের এএসআই ইলিয়াস তার ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আব্দুল্লাহকে হাতেনাতে গ্রেপ্তার করেন এবং থানায় নিয়ে যান।

চুনারুঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement