লিবিয়া থেকে আজ ঢাকায় পৌঁছাবেন ১৭৬ বাংলাদেশি

Published : ১১:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) ১৭৬ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায়। ফেরত আসা এসব প্রবাসী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রশাসন ও আইওএম-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর তাজুরা সেন্টার থেকে ১৭৬ জনকে দেশে ফেরত পাঠানো হলো।
প্রত্যাবাসিতরা লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (ফ্লাইট নম্বর UZ222) ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আশা করা হচ্ছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এসময় লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে তাঁদের বিদায় জানায়।
রাষ্ট্রদূত এসময় ফেরত আসা বাংলাদেশিদের উদ্দেশে বক্তব্যে অবৈধ অভিবাসনের নানা নেতিবাচক দিক তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন, অবৈধ পথে বিদেশ যাত্রা করলে শুধু ব্যক্তির আর্থিক ও শারীরিক ক্ষতিই হয় না, বরং পরিবার ও সমাজকেও ভোগান্তির মধ্যে ফেলে। এমনকি এ ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ও সুনামও ক্ষুণ্ণ করে।
BD/AN