ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠি

The Business Daily

Published : ১৭:৫৮, ৪ আগস্ট ২০২৫

গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ-এর এক ডজনেরও বেশি ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য। সোমবার (৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এই চিঠিতে আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানিয়ে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়। চিঠিটির মূল উদ্যোক্তা ছিলেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না। তাঁর সঙ্গে নতুন করে স্বাক্ষর করেছেন চেলি পিংরি, নিডিয়া ভেলাজকুয়েজ এবং জিম ম্যাকগভার্ন

এর আগে চিঠিতে সমর্থন দিয়েছিলেন গ্রেগ ক্যাসার, লয়েড ডগেট, ভেরোনিকা এসকোবার এবং অ্যান্ড্রে কারসনসহ আরও কয়েকজন ডেমোক্র্যাট সদস্য। চিঠিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে গাজায় চলমান সংঘাত ও ২২ মাসের যুদ্ধ পরিস্থিতি ফিলিস্তিনি জনগণের জন্য চরম মানবিক সংকট তৈরি করেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দায়িত্বশীল ও ন্যায়সংগত ভূমিকা প্রয়োজন।

এ চিঠি এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের মতে, মার্কিন আইনপ্রণেতাদের এই চিঠি ফিলিস্তিন প্রশ্নে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত নীতিতে একটি সম্ভাব্য নীতিগত পরিবর্তনের সূচনা হতে পারে। যদিও বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement