ভোট কেন্দ্রে মানুষ নিয়ে আসা বড় চ্যালেঞ্জ

Published : ১৬:৪০, ৯ আগস্ট ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। ভোট কেন্দ্রে মানুষ নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। আজ ৯ আগস্ট শনিবার সকালে রংপুরে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ।
নির্বাচনের সময় ঘনিয়ে এলে এই অবস্থার উন্নতি হবে। তিনি বলেন, গত নির্বাচনে যেসব প্রিসাইডিং অফিসার সমস্যা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। সিইসি বলেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, নির্বাচন তফসিল এখনই ঘোষণা হবে না, ঘোষণার অন্তত দুই মাস আগে তারিখ জানানো হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, তবে তা আরও উন্নত করার প্রয়োজন যাতে ভোটাররা নিরাপদে ভোট দিতে পারে। সিইসি ভোট দিতে জনসাধারণের অনীহা এবং ‘ভোট কেউ আমার বদলে দিয়ে দিবে’ ধরনের মানসিকতা দূর করার জন্য জনগণকে সচেতন করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন এবং সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।