মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্যের অভিযোগ করলেন সালাহউদ্দিন আহমেদ

মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্যের অভিযোগ করলেন সালাহউদ্দিন আহমেদ

The Business Daily

Published : ১৯:৪৩, ৯ আগস্ট ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য করা হচ্ছে এবং এ মাধ্যমে দেশবাসীকে বিভক্ত করার চেষ্টা চলছে। তিনি বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মানুষের মধ্যে বিভাজনের যে প্রবণতা সৃষ্টি হয়েছে তা বন্ধ করার আহ্বান জানান। শনিবার (৯ আগস্ট) সিরডাপ মিলনায়তনে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখার সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিয়ে এখন আর বিভক্তি সৃষ্টি করা যাবে না। আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।” তিনি দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের অভ্যন্তরীণ শান্তি ও সমৃদ্ধি রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত হতে হবে।

সালাহউদ্দিন আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা হলো সবার জন্য মুক্তি ও সমতার প্রতীক, কিন্তু দুর্ভাগ্যবশত এর অপব্যবহার হয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ফলে সমাজে বিভাজন বৃদ্ধি পাচ্ছে যা দেশের জন্য বিরূপ।”

তিনি সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত মানসিকতা উপলব্ধি করে তা দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থ রক্ষা এবং তাদের প্রতি নির্যাতন ও অবহেলার অবসান ঘটানো জাতীয় নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করেন।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করার বিরুদ্ধে ঐক্যমত প্রকাশ করেন এবং দেশের শান্তি ও উন্নয়নে সকল জনগোষ্ঠীকে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

এই আলোচনা সভার মাধ্যমে দেশের জাতীয় ঐক্য বজায় রেখে মুক্তিযুদ্ধের চেতনাকে সঠিক অর্থে সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

A

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement