অপারেশন সিঁদুর : বড় তথ্য ফাঁস করলেন ভারতের বিমানবাহিনীর প্রধান

অপারেশন সিঁদুর : বড় তথ্য ফাঁস করলেন ভারতের বিমানবাহিনীর প্রধান

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৩, ৯ আগস্ট ২০২৫

গত জুন মাসের শুরুর দিকে ভারতের বিমান বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং শুক্রবার বেঙ্গালুরুতে এক বার্ষিক অনুষ্ঠানে দাবি করেন, এই অভিযানের সময় পাকিস্তানের অন্তত ৬টি বিমান ধ্বংস করা হয়েছে। তিনি জানান, এই বিমানগুলো ভূমি থেকে ৩০০ কিলোমিটার দূর থেকে রকেট ফায়ারের মাধ্যমে ধ্বংস করা হয়।

এয়ার চিফ মার্শাল আরও উল্লেখ করেন, ধ্বংসকৃত বিমানগুলো ছিল অন্তত ৫টি যুদ্ধবিমান এবং ১টি সামরিক কার্গো বিমান, যেগুলো ধ্বংস করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ ব্যবহার করে। এস-৪০০ হলো রাশিয়ার তৈরি একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

পাকিস্তানের জাকোবাবাদে সামরিক ঘাঁটিতে হামলার সময়ও বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিশেষ করে সেখানে অবস্থিত একটি এফ-১৬ যুদ্ধবিমানের হ্যাঙ্গারের অর্ধেক ধ্বংস হয়েছে। এয়ার চিফ মার্শাল নিশ্চিত করেন, ওই হ্যাঙ্গারের ভিতরে থাকা বিমানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরে একটি জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনে। পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং ভারতকে হামলা সাজানোর অভিযোগ দেয়। এই উত্তেজনার মধ্যেই জুনের শুরুতে অপারেশন সিঁদুর পরিচালিত হয়, যা পাল্টা অভিযান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ দ্বারা পাকিস্তান প্রতিহত করে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি স্থাপন করা হয়।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুনঃ
Advertisement