সৌদি জাহাজে ধরা পড়লো ইসরায়েলগামী অস্ত্র

Published : ২৩:২৫, ১২ আগস্ট ২০২৫
শুক্রবার (৮ আগস্ট) ইতালির জেনোয়া বন্দরে সৌদি আরবের ‘বাহরি ইয়ানবু’ নামক একটি জাহাজ আসে, যা যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে গিয়েছিল। জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র বোঝাই করে আবুধাবিতে পাঠানোর কথা থাকলেও বন্দরকর্মীরা জানতে পারেন, জাহাজে আগেই অস্ত্র ও গোলাবারুদ ছিল, যা দখলদার ইসরায়েলে পাঠানো হচ্ছিল।
জেনোয়ার বন্দরে কর্মরত প্রায় ৪০ জন বন্দরকর্মী জোরপূর্বক জাহাজে প্রবেশ করেন এবং অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করেন। জানা যায়, এই জাহাজটি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে সরাসরি জেনোয়া বন্দরে এসেছে।
জেনোয়ার অটোনোমাস কালেক্টিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের সদস্য জোসে নিভোই সাংবাদিকদের বলেন, “আমরা যুদ্ধের জন্য কাজ করি না।” তিনি আরও জানান, সৌদি আরবের জাহাজের অস্ত্র চোরাচালানের ঘটনা ধরা পড়ার পর বন্দর কর্তৃপক্ষ অস্ত্র চোরাচালান বন্ধে একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে।
এই ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে এবং গাজায় ইসরায়েলের বর্বরতা চলাকালে অস্ত্র সরবরাহ রোধে বন্দর কর্মীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেছে।
সূত্র: দ্য ক্রেডেল