কুয়েতে বিষাক্ত মদে ২৩ জনের মৃত্যু, ৬৭ জন গ্রেপ্তার; বাংলাদেশি নাগরিকসহ চক্রের মূল হোতা শনাক্ত

Published : ১২:০৩, ১৮ আগস্ট ২০২৫
কুয়েতে বিষাক্ত মদপানে ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং ১৬০ জন মিথানল বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে বহু এশীয় নাগরিক রয়েছেন। এর মধ্যে এক বাংলাদেশি নাগরিককে মূল হোতা হিসেবে শনাক্ত করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিযানে আবাসিক ও শিল্প এলাকায় অবৈধভাবে পরিচালিত ছয়টি মদের কারখানা জব্দ করা হয়েছে। এছাড়া আরও চারটি প্রস্তুতিহীন কারখানা ধ্বংস করা হয়েছে। এক নেপালি নাগরিক তদন্তকারীদের জানিয়েছেন, কীভাবে এসব কারখানায় মিথানল মিশ্রিত মদ তৈরি ও বিক্রি করা হতো।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি একজনকে একটি অপরাধচক্রের নেতৃত্বে থাকার অভিযোগে আটক করা হয়েছে। এছাড়া ভারতীয় ও নেপালি নাগরিকসহ মোট ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর অবস্থায় থাকা অন্তত ৫১ জনকে জরুরি ভিত্তিতে কিডনি ডায়ালাইসিস এবং ৩১ জনকে ভেন্টিলেশনে নিতে হয়েছে। আক্রান্তদের মধ্যে ভারতের প্রায় ৪০ জন নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে এবং অনেকে সংকটাপন্ন অবস্থায় আছেন। তবে ধীরে ধীরে অনেকেই সুস্থ হয়ে উঠছেন।
আল জাজিরা জানিয়েছে, মিথানল হলো বর্ণহীন, বিষাক্ত অ্যালকোহল, যা সাধারণত শিল্প ও গৃহস্থালি কাজে ব্যবহার করা হয়। এটি পান করলে দেরিতে বিষক্রিয়ার লক্ষণ প্রকাশ পায়—যেমন বমি, পেটব্যথা, দ্রুত শ্বাস নেওয়া ও শ্বাসকষ্ট। সঠিক সময়ে চিকিৎসা না পেলে মিথানল বিষক্রিয়ায় মৃত্যুর হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।
মুসলিম প্রধান দেশ কুয়েতে মদের উৎপাদন বা আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ। তবে গোপনে কারখানায় তৈরি এসব অবৈধ পানীয় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাজারজাত করা হয়, যা প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে। এবারের ঘটনাটি অবৈধ মদ উৎপাদন ও পাচার প্রতিরোধে কুয়েত সরকারের জন্য বড় ধরনের সতর্ক সংকেত হয়ে উঠেছে।
BD/AN
বিষয়ঃ
- সর্বশেষ খবর
- সর্বশেষ আপডেট
- সংবাদ আপডেট
- সংবাদ
- শিরোনাম সংবাদ
- লাইভ নিউজ
- ব্রেকিং নিউজ
- বাংলা নিউজ
- আজকের শীর্ষ খবর
- আজকের প্রধান সংবাদ
- আজকের পত্রিকা
- আজকের খবর
- viral news
- update news today
- update news bangla
- trending news
- today news bangla
- today news
- the business daily
- songbad
- online news portal
- News Update
- latest news bangla
- latest news
- business daily
- bangla breaking news
- ajker songbad
- ajker potrika
- ajker khobor