ট্রাম্পের ঘোষণাঃ ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না

ট্রাম্পের ঘোষণাঃ ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০১, ১৮ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন, কোনো অবস্থাতেই ইউক্রেনকে ন্যাটোতে (NATO) যোগ দেওয়া হবে না। ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার আগে এ মন্তব্য এসেছে। তিনি আরও জানিয়েছেন যে, ২০১৪ সালের রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া পুরোপুরি ফিরিয়ে দেওয়া হবে না, এবং এগুলোর বিনিময়ে কোনো দেশ যুক্তরাষ্ট্র বা ন্যাটোর মাধ্যমে নিরাপত্তা পেতে পারে না। ট্রাম্প বলেন, “Ukraine will not be permitted to join NATO, nor will it regain Crimea,” যা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিবৃত হয়েছে।

ট্রাম্পের বক্তব্য অনুসারে—যদি জেলেনস্কি চায়, তবে যুদ্ধ “প্রায় মুহূর্তের” মধ্যেও শেষ হতে পারে; তবে যুদ্ধের বিন্দুমাত্র সমাধানেই না, সে ক্ষেত্রে ইউক্রেনের এই দুই দাবিই পূরণ হবে না। তিনি এমনকি টুইট করেছেন, “NO GOING INTO NATO BY UKRAINE” এবং “No getting back Obama given Crimea… Some things never change!!!”

এর পাশাপাশি, যুক্তরাষ্ট্র এই সংলাপে ন্যাটোর মতো নিরাপত্তা আশ্বাস দিতে সম্মত হয়েছে—যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্ততই Alaskan সামিটে অনুমোদন দিয়েছেন বলে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ জানিয়েছেন। এটির লক্ষ্য হলো রুশ আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনকে একটি প্রাতিষ্ঠানিক সমর্থন দেওয়া, যদিও সেটি ন্যাটোর সদস্যপদ নয়।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement