পুলিশের আবেদন, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর ৭ দিনের রিমান্ড

পুলিশের আবেদন, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর ৭ দিনের রিমান্ড

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৮, ১৮ আগস্ট ২০২৫

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বেসরকারি টেলিভিশন চ্যানেল "মাই টিভি’র" চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দীন সাথীর সাত দিনের রিমান্ড আবেদন করেছে। গত রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর পুলিশ চাইছে, নাসির উদ্দীনকে আগামী সাত দিন অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে রাখা হোক। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ পরবর্তীতে প্রমাণের ভিত্তিতে রিমান্ড আবেদন করেন।

ঘটনাটি যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলার সঙ্গে যুক্ত। গ্রেপ্তারির সময়, ডিবি পুলিশ তাকে উদ্ধার করে এবং ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে।

পুলিশ মনস্তাত্ত্বিক, আইনগত ও গোয়েন্দা তথ্য যাচাইয়ের জন্য তাকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা উল্লেখ করেছে। আদালত এ আবেদন মূল্যায়ন করে রিমান্ড মঞ্জুর বা প্রত্যাখ্যান করতে পারে।

অনুসন্ধান ও আইন প্রক্রিয়ার অবস্থা বিবেচনায়, আগামী কয়েক দিনের আদালতের নির্দেশনা এই কেসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement