হরিণের আঘাতে প্রাক্তন মিস ইউনিভার্স প্রতিযোগী কসেনিয়া অ্যালেক্সান্দ্রোভা’র মর্মান্তিক মৃত্যু

হরিণের আঘাতে প্রাক্তন মিস ইউনিভার্স প্রতিযোগী কসেনিয়া অ্যালেক্সান্দ্রোভা’র মর্মান্তিক মৃত্যু

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৫, ১৮ আগস্ট ২০২৫

রাশিয়ার প্রাক্তন মডেল ও ২০১৭ সালের মিস ইউনিভার্স প্রতিযোগী কসেনিয়া অ্যালেক্সান্দ্রোভা (৩০) এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জুলাই মাসে, তিনি ও তার স্বামী টভার ওবলাস্ট টভার ওবলাস্ট রাজ্যের একটি রাজপথে যেতে গিয়ে হঠাৎ একটি হরিণ তাদের গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনায় হরিণ গাড়ির উইন্ডশীল্ড ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং কসেনিয়ার মাথায় একটি প্রচণ্ড আঘাত করে। তিনি তৎক্ষণাৎ অচেতন হয়ে পড়েন। স্বামী বলেন, “মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গিয়েছিল—এক সেকেন্ডের মধ্যেই সব ঘটে গেছে”—এমন সময় তিনি কিছুই করতে পারেননি

তৎক্ষণাৎ উদ্ধার করে তাকে ভিডিও যোগাযোগে দ্রুত মস্কোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভেন্টিলেটরে রাখা হয় এবং অনুভূতিতে অস্ত্রোপচারের পর কিছু সময় তিনি কোমায় ছিলেন। প্রায় এক মাসের যুদ্ধের পর, ১২ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

জসিনিয়া অ্যালেক্সান্দ্রোভা করেছিল ২০১৭ সালের মিস রাশিয়া প্রতিযোগিতায় রানার-আপ করা এবং মিস ইউনিভার্সে অংশ নেওয়া। তিনি মডেলিংয়ের পাশাপাশি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন এবং মনোবিজ্ঞান ও থেরাপিতে কাজ করছিলেন তার modeling agency Modus Vivendis থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement