যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় কারখানায় বিস্ফোরণে এলাকা ফাঁকা করার নির্দেশ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় কারখানায় বিস্ফোরণে এলাকা ফাঁকা করার নির্দেশ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৫, ২৩ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছে একটি কারখানা। স্থানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বাধ্যতামূলক স্থানত্যাগের নির্দেশ জারি করা হয়েছে।

ঘটনাস্থল হলো রোসল্যান্ডে অবস্থিত স্মিটিস সাপ্লাই, যা একটি লুব্রিকেন্ট উৎপাদনকারী কারখানা। বিস্ফোরণের পর বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়।

কারখানার আশপাশের এলাকা এবং এক মাইলের মধ্যে বিস্তৃত অঞ্চল থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকা ঘিরে থাকা একটি প্রাথমিক বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদেরও নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানায় আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি।

কারখানাটি গাড়ির ইঞ্জিন তেলসহ বিভিন্ন প্রকার লুব্রিকেন্ট উৎপাদন ও সরবরাহ করে। এখানে প্রায় ৪০০ জন কর্মী কাজ করেন। বিস্ফোরণের কারণে হাইওয়ে সংযোগস্থলও বন্ধ রাখা হয়েছে।

লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এক বিবৃতিতে বলেন:
"আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করুন। আমরা সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।"

সূত্র: এবিসি নিউজ।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement