ইরানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইসরাইল-সম্পর্কিত ৬ সন্ত্রাসী নিহত

ইরানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইসরাইল-সম্পর্কিত ৬ সন্ত্রাসী নিহত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৫, ২৪ আগস্ট ২০২৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে। সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর তথ্য অনুযায়ী, নিহতরা ইসরাইল-সম্পর্কিত এক সন্ত্রাসী সংগঠনের সদস্য।

অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ওই গোষ্ঠীর আরও দুই সদস্যকে। তাদের মধ্যে একজন বাদে সবাই বিদেশি নাগরিক হলেও কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি।

আইআরএনএর খবরে বলা হয়েছে, সন্ত্রাসী দলটির সঙ্গে ইসরাইলের যোগাযোগ ছিল। ধারণা করা হচ্ছে, তারা ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিল। তবে এ বিষয়ে ইসরাইল এখনো কোনো মন্তব্য জানায়নি।

এর আগে ইরানি পুলিশ জানিয়েছিল, গত জুন মাসে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালে তারা প্রায় ২১ হাজার সন্দেহভাজন এজেন্টকে আটক করে। ১৩ জুন ইসরাইল ইরানে ব্যাপক বিমান হামলা চালানোর পর দেশজুড়ে গ্রেপ্তার অভিযান শুরু হয়। জনগণকে সন্দেহজনক কোনো আচরণ দেখলে থানায় খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। এর ভিত্তিতেই বিপুল সংখ্যক লোককে আটক করা হয়। তবে কী অভিযোগে তাদের ধরা হয়েছে, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

দক্ষিণ-পূর্ব ইরান দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কেন্দ্রবিন্দু। এখানে সুন্নি বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদীরা অধিক অধিকার ও স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

 

Source: আমার দেশ

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement