গাজায় নিহত শিশুদের পক্ষ নিয়ে মেলানিয়াকে চিঠি এমিন এরদোয়ানের

Published : ২২:৪৭, ২৩ আগস্ট ২০২৫
গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য আওয়াজ তুলতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান।
শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
এক খোলা চিঠিতে এমিন এরদোয়ান জানান, ইউক্রেনীয় শিশুদের অধিকার রক্ষায় মেলানিয়ার ভূমিকা প্রশংসনীয়। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, সেই মানবিক সংবেদনশীলতা যেন এবার ফিলিস্তিনি শিশুদের প্রতিও দেখানো হয়।
চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘হাজার হাজার গাজাবাসী শিশুর কাফনে লেখা “অজানা শিশু” শব্দটি আমাদের বিবেককে গভীরভাবে নাড়া দিচ্ছে। গাজা এখন শিশুদের কবরস্থানে রূপ নিয়েছে।’
তিনি আরও লিখেন, ‘আপনি যেমন ইউক্রেনীয় শিশুদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গাজার শিশুদের ক্ষেত্রেও একই সংবেদনশীলতা দেখাবেন। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে কণ্ঠস্বর ও শক্তি জোরালো করতে হবে।’
তুর্কি ফার্স্ট লেডির এই আহ্বান এমন সময়ে এলো, যখন গাজায় চলমান সংঘাত ও শিশুদের মৃত্যুর মিছিল আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে।
BD/AN