গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল—অর্ধেক মার্কিন ভোটারের বিশ্বাস

Published : ১২:৫৫, ২৮ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক ভোটার মনে করেন, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে। বুধবার প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বিষয়টি জানিয়েছে আল জাজিরা।
জরিপে দেখা যায়, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ৭৭ শতাংশই বিশ্বাস করেন যে গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে। একই মতামত দিয়েছেন স্বাধীন ভোটারদের অর্ধেকেরও বেশি (৫১ শতাংশ)। তবে রিপাবলিকানদের মধ্যে মাত্র ২০ শতাংশ ইসরাইলকে দায়ী করেছেন এ অভিযোগে।
প্রতিবেদনে আরও বলা হয়, ১০ জন মার্কিন ভোটারের মধ্যে ছয়জনই যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলকে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠানোর বিপক্ষে অবস্থান নিয়েছেন। ২০২৩ সালের নভেম্বরের পর এ হার সর্বোচ্চ।
ফিলিস্তিনি ও ইসরাইলিদের প্রতি সহানুভূতির ক্ষেত্রেও ভোটাররা প্রায় সমানভাবে বিভক্ত। জরিপে ৩৭ শতাংশ বলেছেন তারা ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল, আর ৩৬ শতাংশ জানিয়েছেন ইসরাইলিদের প্রতি সমর্থন।
কুইনিপিয়াকের বিশ্লেষক টিম ম্যালয়ের ভাষায়, “ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বেড়েছে, আর ইসরাইলকে সামরিক তহবিল দেয়ার আগ্রহ দ্রুত কমেছে। গাজায় ইসরাইলি অভিযানকে যেভাবে দেখা হচ্ছে, তা ‘গণহত্যা’ শব্দটিকে সামনে নিয়ে এসেছে।”
২০০১ সালের ডিসেম্বরে কুইনিপিয়াকের জরিপ শুরু হওয়ার পর এবারই প্রথম ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল মার্কিনিদের সংখ্যা সর্বাধিক এবং ইসরাইলিদের প্রতি সহানুভূতির হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচও গাজায় ইসরাইলি কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে। তবে ইসরাইল সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানের কারণে গাজা এখন তেলআবিবের অবরোধে চরম খাদ্যসংকট ও দুর্ভিক্ষের মুখে।
BD/AN