জন্মদিনের উৎসবে মর্মান্তিক দুর্ঘটনা

Published : ১৮:০১, ২৮ আগস্ট ২০২৫
ভারতের মহারাষ্ট্রে একটি চারতলা ভবনের অংশ ধসে পড়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার সময় ভবনটিতে এক বছর বয়সী এক শিশুর জন্মদিনের অনুষ্ঠান চলছিল, তবে দুঃখজনকভাবে সেই শিশুটিও প্রাণ হারায়।
বুধবার গভীর রাতে পালঘার জেলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, অনুমোদনবিহীন ভবনটিতে প্রায় ৫০টি ফ্ল্যাট ছিল, এর মধ্যে অন্তত ১২টি ফ্ল্যাট পাশের জায়গায় ধসে পড়ে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, "মানুষ নাচছিল, আনন্দে জন্মদিন উদযাপন করছিল। হঠাৎ করেই পুরো ভবনটি যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে যায়।”
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস। নিহতদের প্রত্যেক পরিবারের জন্য পাঁচ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।
ভবনটির কোনো ধরনের বৈধ অনুমোদন ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ। ইতোমধ্যে ৫০ বছর বয়সী নির্মাতা নীল সানেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫২, ৫৩ ও ৫৪সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
BD/AN