গাজায় সাংবাদিক হত্যাকে ন্যায্যতা দেওয়ায় রয়টার্স ছাড়লেন কানাডীয় আলোকচিত্রী ভ্যালেরি জিঙ্ক

Published : ১২:৫৯, ২৭ আগস্ট ২০২৫
গাজায় সাংবাদিক হত্যাকে ন্যায্যতা দেয়ার অভিযোগে রয়টার্স থেকে পদত্যাগ করলেন কানাডীয় ফটোসাংবাদিক ভ্যালেরি জিঙ্ক
আট বছর ধরে ‘স্ট্রিংগার’ হিসেবে রয়টার্সের সঙ্গে কাজ করা কানাডীয় আলোকচিত্রী ভ্যালেরি জিঙ্ক মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন। ঘোষণার সঙ্গে রয়টার্সের প্রেস কার্ড ভাঙার একটি ছবি প্রকাশ করেছেন তিনি।
জিঙ্ক অভিযোগ করেছেন, গাজায় সাংবাদিক হত্যাকে ন্যায্যতার আড়ালে দেখানোর জন্য রয়টার্স ইসরায়েলের প্রচারণা যাচাই ছাড়াই প্রকাশ করেছে। উদাহরণ হিসেবে তিনি আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফের হত্যাকাণ্ড উল্লেখ করেছেন।
গত ১০ আগস্ট গাজায় নিহত আল-শরীফের বিষয়ে ইসরায়েল দাবি করেছিল, তিনি হামাসের সদস্য ছিলেন। জিঙ্কের মতে, এই ভিত্তিহীন দাবি রয়টার্স প্রকাশ করায় ইসরায়েলের মিথ্যা প্রচারণার কার্যকর বাহক হিসেবে কাজ করেছে।
তিনি আরও জানান, শুধু আল-শরীফ নয়, সোমবারও আল-নাসের হাসপাতালে হামলায় অন্তত ২১ জন নিহত হন, যার মধ্যে রয়টার্সের ভিডিওগ্রাফার হোসাম আল-মাসরি ছিলেন। জিঙ্কের ভাষায়, এই ধরনের “ডাবল ট্যাপ” হামলায় ইসরায়েল প্রথমে বেসামরিক স্থাপনায় বোমা ফেলে, পরে উদ্ধারকর্মী ও সাংবাদিকরা পৌঁছালে পুনরায় হামলা চালায়।
নিজের ফেসবুক স্ট্যাটাসে ভ্যালেরি জিঙ্ক পশ্চিমা গণমাধ্যমের ভূমিকাও তীব্রভাবে সমালোচনা করেছেন। তার মতে, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে রয়টার্স পর্যন্ত সব বড় সংবাদমাধ্যম ইসরায়েলের প্রচারণার বাহক হয়ে উঠেছে, যুদ্ধাপরাধকে আড়াল করেছে এবং নিজেদের সহকর্মীদের পাশে দাঁড়ায়নি। এতে করে গাজায় অল্প সময়ে নিহত সাংবাদিকের সংখ্যা আধুনিক ইতিহাসের অনেক বড় যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
BD/AN