জাতিসংঘে ট্রাম্পের সরাসরি সমালোচনা ও উপহাস

জাতিসংঘে ট্রাম্পের সরাসরি সমালোচনা ও উপহাস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন, যেখানে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউসে পুনরাগমনের পর। স্বাগতিক দেশের প্রেসিডেন্ট হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখেন এবং এতে জাতিসংঘকে নিয়ে সরাসরি সমালোচনা করেন।

আল জাজিরার প্রতিবেদনের মতে, ট্রাম্প জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেন। তার বক্তব্য, সংস্থার মূল উদ্দেশ্য কী, যখন দেখা যায় তারা শুধুই জোরালো ভাষায় চিঠি লেখে। তিনি বলেন, এসব ফাঁকা বুলির মাধ্যমে কখনো যুদ্ধ থামে না।

বিশ্বজুড়ে সংঘাতে মধ্যস্থতার ক্ষেত্রে নিজের সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, তিনি সাতটি ক্ষেত্রে সফল হয়েছেন, যা তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা প্রমাণ করে। একই সঙ্গে এটি জাতিসংঘের অকার্যকারিতা স্পষ্ট করে। তিনি বলেন, এসব কাজ করতে নিজেকে নিয়োজিত করতে হয়েছে, অথচ সংস্থা কোনোভাবে সাহায্য করেনি।

ট্রাম্প একবার ভাঙা এসকেলেটর এবং নষ্ট টেলিপ্রম্পটারের অভিজ্ঞতাও উল্লেখ করেন এবং বলেন, “জাতিসংঘ থেকে আমি শুধু দুটি জিনিস পেয়েছি, একটি খারাপ এসকেলেটর আর একটি নষ্ট টেলিপ্রম্পটার।”

তিনি ইউরোপীয় মিত্রদের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি প্রদানের বিষয়ে, চীন ও ভারতের রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার বিষয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তবে মস্কোর বিষয়ে তিনি তুলনামূলকভাবে সংযত ছিলেন এবং ওয়াশিংটনের অনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি উল্লেখ করেন।

সবচেয়ে কঠোর ভাষায় ট্রাম্প অভিবাসন ও জলবায়ু পরিবর্তন ইস্যুতেও ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্য, অভিবাসন নীতি পশ্চিমা দেশগুলোর ওপর ‘এক ধরনের আক্রমণ’ বৃদ্ধি করছে, আর জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ ‘বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা’।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement