সৌদির গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ শায়খ ড. সালেহ বিন হুমাইদ

Published : ১৬:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫
মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীর খাদেম সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ শায়খ ড. সালেহ বিন হুমাইদকে নতুন করে দেশটির গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান হিসেবে মনোনীত করেছেন।
মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ভেরিফায়েড ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, শিগগিরই সৌদি রয়্যাল কোর্ট আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের ঘোষণা দেবে।
শায়খ ড. সালেহ বিন হুমাইদ দীর্ঘ সময় ধরে মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামি ফিকহ ও আইন প্রণয়নে তার রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। এবার নতুন দায়িত্বের মাধ্যমে তিনি সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পরিষদের নেতৃত্বে আসীন হচ্ছেন।
চলতি বছরের হজ মৌসুমে মসজিদে নামিরা থেকে খুতবা প্রদান করেছিলেন তিনি।
উল্লেখ্য, গতকাল সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ আল-শায়খ ইন্তেকাল করার পর শায়খ ড. সালেহ বিন হুমাইদকে এ পদে মনোনীত করা হয়। শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আল-শায়খ, শায়খ আবদুল আজিজ বিন বায ও শায়খ আবদুল আজিজ আল-শায়খের পর তিনি হচ্ছেন সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন
BD/AN