ক্রেতা সেজে গয়নার দোকানে সোনার আংটি চুরি দুই নারীর

ক্রেতা সেজে গয়নার দোকানে সোনার আংটি চুরি দুই নারীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৪, ২৬ অক্টোবর ২০২৫

ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক গয়নার দোকানে ঘটে গেছে অভিনব এক চুরির ঘটনা, যা এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ক্রেতা সেজে আসা দুই নারী চাতুর্যের সঙ্গে আসল সোনার আংটির বদলে নকল আংটি রেখে পালিয়ে যান, এমন দৃশ্য ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়।

শনিবার (২৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে ফ্রি প্রেস জার্নাল জানায়, ওই দুই নারী স্বর্ণালঙ্কারের দোকানে গিয়ে কর্মচারীর কাছে বিভিন্ন সোনার আংটি দেখার অনুরোধ জানান। কর্মচারী যখন দ্বিতীয় বাক্সটি আনতে পেছন ফিরেছিলেন, তখনই এক নারী দ্রুত একটি আসল আংটি তুলে নেন এবং তার জায়গায় নকল আংটি রেখে দেন। পরে চুরি করা আংটিটি চুপিসারে আরেক নারীর হাতে তুলে দেন তিনি।

পুরো ঘটনাটি সিসিটিভিতে রেকর্ড হওয়ার পর ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ‘মিস্টার ত্যাগী’ নামের এক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করার পর ২৪ ঘণ্টার মধ্যেই এটি দেখা হয়েছে ১ লাখ ৮০ হাজারেরও বেশি বার।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিল্লিতে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম ছিল ১২ হাজার ৫৭৭ রুপি। ফলে একটি আংটির মূল্যও ছিল বেশ চড়া।

এই ঘটনাটি এখন দিল্লির গয়নার দোকানগুলোর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ ভিডিও বিশ্লেষণ করে দুই নারী চোরের সন্ধানে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement