কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভুল শনাক্তকরণের কারণে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা।
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে সশস্ত্র পুলিশ হাতকড়া পরায়, কারণ এআই ক্যামেরা তার হাতে থাকা একটি চিপসের প্যাকেটকে বন্দুক হিসেবে শনাক্ত করেছিল।
ঘটনাটি ঘটেছে স্থানীয় এক স্কুলের সামনে। কিশোর টাকি অ্যালেন বলেন, “আমি ফুটবল প্র্যাকটিস শেষে ডরিটোস চিপস খাচ্ছিলাম। প্যাকেটটি খালি হয়ে গেলে পকেটে রেখে দিই। হঠাৎ দেখি, কয়েক মিনিটের মধ্যে প্রায় আটটি পুলিশ গাড়ি এসে থামে। তারা সবাই আমার দিকে বন্দুক তাক করে বলল—‘মাটিতে শুয়ে পড়ো!’ আমি ভয় পেয়ে যাই।”
বাল্টিমোর কাউন্টি পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়, তারা যে তথ্য পেয়েছিল, তার ভিত্তিতে পদক্ষেপ নেয়া হয়। পরবর্তীতে দেখা যায়, এআই সিস্টেম থেকে প্রাপ্ত অ্যালার্টটি মানব পর্যালোচকদের কাছে পাঠানো হয়েছিল, যারা কোনো হুমকির প্রমাণ পাননি। কিন্তু স্কুলের প্রিন্সিপাল সেই তথ্য যাচাই না করেই নিরাপত্তা টিম ও পরে পুলিশকে খবর দেন, ফলে এই বিপত্তি ঘটে।
অ্যালেন বলেন, “তারা আমাকে হাঁটু গেড়ে বসতে বলল, তারপর হাতকড়া পরিয়ে তল্লাশি চালায়। পরে বুঝতে পারল এটা একটা ভুল। তবুও ভয়টা এখনও কাটেনি। এখন ফুটবল অনুশীলন শেষে আমি বাইরে দাঁড়াতে ভয় পাই—চিপস খাওয়া যেন অপরাধ মনে হয়।”
পুলিশ পরে জানায়, অ্যালেনকে গ্রেপ্তার করা হয়নি এবং ঘটনাটি সম্পূর্ণ নিরাপদভাবে শেষ হয়েছে। তবে এআই প্রযুক্তির এ ধরনের ভুল শনাক্তকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থায় আরও মানবীয় তত্ত্বাবধান ও নৈতিক মানদণ্ডের প্রয়োজন রয়েছে।
সূত্র: বিবিসি

































