ইতালি দিয়েছে ফ্যামিলি ভিসার দ্রুত প্রক্রিয়ার সুখবর

ইতালি দিয়েছে ফ্যামিলি ভিসার দ্রুত প্রক্রিয়ার সুখবর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৪৯, ২৪ অক্টোবর ২০২৫

ইতালি সরকার দীর্ঘদিনের ফ্যামিলি ভিসার জটিলতা সমাধান করেছে। নতুন অধ্যাদেশে বলা হয়েছে, এখন থেকে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র বাধ্যতামূলকভাবে ১৫০ দিনের মধ্যে ইস্যু করতে হবে।

এর মাধ্যমে দীর্ঘদিন ধরে ফ্যামিলি ভিসার জন্য অপেক্ষা করতে থাকা প্রবাসীরা তাদের পরিবার দ্রুত একত্রিত করতে পারবে।

অধ্যাদেশ অনুযায়ী, ইতালিতে বৈধভাবে অবস্থানরত প্রবাসীরা যদি কোনো প্রতারণার শিকার হন এবং তা প্রমাণ করতে পারেন, তবে তারা এক বছরের বৈধ থাকার অনুমতি পাবেন। একই সুবিধা প্রযোজ্য হবে স্পন্সর ভিসায় আসা প্রবাসীরাও।

এছাড়া, যারা আগে বৈধ ভিসায় এসে বিভিন্ন কারণে অবৈধভাবে অবস্থান করছিলেন, তাদেরও প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ এক বছরের বৈধ অনুমতি দেওয়া হবে।

প্রবাসী বাংলাদেশিরা এবং ইমিগ্রেশন বিশেষজ্ঞরা ইতালি সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছেন। এর ফলে দীর্ঘদিন ধরে ধীর গতিতে চলা ফ্যামিলি ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং প্রবাসীদের পরিবার পুনরায় একত্রিত হওয়ার সুযোগ পাবেন।

সংক্ষেপে, নতুন অধ্যাদেশে ফ্যামিলি ভিসা প্রক্রিয়া ১৫০ দিনের মধ্যে শেষ হবে, আর প্রতারণার শিকার প্রবাসীরা এক বছরের বৈধ অবস্থান নিশ্চিত পাবেন—এটি প্রবাসীদের জন্য অত্যন্ত সুখবর।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement