কানাডার বিজ্ঞাপন দেখে ক্ষুব্ধ ট্রাম্প
Published : ১৪:৩৩, ২৪ অক্টোবর ২০২৫
হঠাৎ কানাডার একটি বিজ্ঞাপন নজরে আসতেই বেজায় ক্ষেপে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুহূর্তেই তিনি ঘোষণা দিলেন—কানাডার সঙ্গে চলমান সব বাণিজ্য আলোচনা আর এগোবে না। কারণ, তার দাবি অনুযায়ী, বিজ্ঞাপনটি ছিল “প্রতারণামূলক” ও “মার্কিন স্বার্থবিরোধী।”
বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে শুল্ক আরোপের সমালোচনা করতে দেখা যায়, যা ট্রাম্পের মতে তার নীতির প্রতি সরাসরি অপমান। শুক্রবার (২৪ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স জানায়, ঘটনার পরদিনই ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল–এ পোস্ট দিয়ে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনার সমাপ্তি ঘোষণা করেন।
নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, “কানাডার প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের পর আমরা আর তাদের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা করব না। এই আচরণ জঘন্য ও অগ্রহণযোগ্য।”
এর আগে অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড জানান, চলতি সপ্তাহের শুরুতে বিজ্ঞাপনটি ট্রাম্পের নজরে আসে, আর সেটিই তার ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। বিজ্ঞাপনে রিগ্যানকে বলতে দেখা যায়, বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ কর্মসংস্থান কমায় এবং বাণিজ্য যুদ্ধের জন্ম দেয়।
ফোর্ড বলেন, “আমি শুনেছি প্রেসিডেন্ট ট্রাম্প বিজ্ঞাপনটি দেখেছেন। তিনি এতে মোটেও খুশি নন।”
উল্লেখ্য, ট্রাম্প দীর্ঘদিন ধরেই শুল্কনীতিকে বাণিজ্য আলোচনায় চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন। তার প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে শুল্কহার পৌঁছেছে ১৯৩০–এর দশকের পর সর্বোচ্চ পর্যায়ে। নিয়মিতভাবেই তিনি নতুন শুল্ক আরোপের হুমকি দেন, যা ব্যবসায়ী মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।
অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হলেও কানাডা কোনোভাবেই নিজেদের বাজারে “মার্কিন পণ্যের অন্যায্য প্রবেশাধিকার” দিতে রাজি নয়।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়িখাতে অতিরিক্ত শুল্ক বসায়। এর প্রতিক্রিয়ায় কানাডাও পাল্টা শুল্ক আরোপ করে। এরপর থেকেই দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছিল—যা ট্রাম্পের সর্বশেষ ঘোষণায় কার্যত থমকে গেল।
বিডি/এএন

































