মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন পাওয়া ফিলিস্তিনি বংশোদ্ভূত রাজনীতিক নাসরি আফসুরা উত্তর আমেরিকার দেশ হন্ডুরাসের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই জয় ঘিরে দেশটির রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, হন্ডুরাসে গত ৩০ নভেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ পর বুধবার (২৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়, যেখানে আসফুরাকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাজধানী তেগুসিগালপার সাবেক মেয়র নাসরি আফসুরার প্রতি নির্বাচনের আগেই প্রকাশ্যে সমর্থন জানান ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি আসফুরাকে ‘হন্ডুরাসে স্বাধীনতার একমাত্র প্রকৃত বন্ধু’ বলে আখ্যায়িত করেন এবং দেশটির জনগণকে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনের আগে ট্রাম্প কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন, আসফুরা জয়ী না হলে হন্ডুরাসের জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি আসফুরার দল ন্যাশনাল পার্টির সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ক্ষমা করে দেন। হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত মামলায় ৪৫ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।
ভোট গণনায় দীর্ঘ বিলম্বের সময়েও ট্রাম্প একাধিকবার মন্তব্য করেন, যা নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ হিসেবে সমালোচিত হয়েছে। রয়টার্স জানায়, কোনো ধরনের প্রমাণ ছাড়াই তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন এবং হুঁশিয়ারি দেন—প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকা আসফুরার অবস্থান বদলানো হলে তার ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসফুরার প্রতি ট্রাম্পের এই সক্রিয় সমর্থন লাতিন আমেরিকায় একটি শক্তিশালী রক্ষণশীল রাজনৈতিক বলয় গড়ে তোলার বৃহত্তর কৌশলের অংশ। এই বলয়ের মধ্যে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে থেকে শুরু করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই পর্যন্ত নেতাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন ট্রাম্প।
অন্যদিকে, নির্বাচনে পরাজিত বিরোধী প্রার্থী সালভাদর নাসরাল্লা এবং ক্ষমতাসীন লিব্রে দল ট্রাম্পের মন্তব্যকে সরাসরি হন্ডুরাসের অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছে। ডিসেম্বরের শুরুতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসরাল্লা দাবি করেন, শেষ মুহূর্তে ট্রাম্পের এমন হস্তক্ষেপ তার জয়ের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
ফলাফল ঘোষণার পর সব পক্ষকে শান্ত থাকার এবং নির্বাচনী ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট-নির্বাচিত নাসরি আফসুরাকে অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতে সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদারে তার প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।
এদিকে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) মহাসচিব আলবার্ট রামদিন জানান, সংস্থাটি নির্বাচনের ফলাফল ‘নোট করেছে’। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচনী পর্যবেক্ষণ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন ও সুপারিশ প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, পুরো নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন জটিলতা ছিল এবং এখনো সব ভোটের পূর্ণ পুনর্গণনা শেষ হয়নি।


































