খামেনি ট্রাম্পকে সতর্ক করে নিজের দেশের সমস্যায় মনোযোগ দেওয়ার পরামর্শ

খামেনি ট্রাম্পকে সতর্ক করে নিজের দেশের সমস্যায় মনোযোগ দেওয়ার পরামর্শ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৭, ৯ জানুয়ারি ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শুক্রবার (৯ জানুয়ারি) এই আহ্বান জানান তিনি। খামেনির তাৎক্ষণিক বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি ট্রাম্পের পূর্ববর্তী মন্তব্যের জবাব হিসেবে এসেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতি ‘খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগের মতো যদি তারা মানুষ হত্যা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর জবাব দেয়া হবে।” বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই আহ্বান মূলত ট্রাম্পের ওই মন্তব্যের প্রতিক্রিয়া।

এদিকে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ আরও জোরদার হয়েছে। একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা ‘স্বৈরশাসকের মৃত্যু হোক’ এবং অন্যান্য স্লোগান দিয়েছেন। বিক্ষোভকারীরা সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়ার মতো পরিস্থিতিও তৈরি করেছেন।

ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরান কর্তৃপক্ষ সারা দেশে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। শুক্রবার ভোরে সংস্থাটি জানায়, “ব্যাপক বিক্ষোভ দমনের চেষ্টায় দেশটি টানা ১২ ঘণ্টা ধরে কার্যত অফলাইনে ছিল।”

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এই সহিংসতায় অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও চারজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এছাড়া প্রায় দুই হাজার ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সহিংসতা এবং বিক্ষোভের তীব্রতা ইরানের বিদ্যমান ব্যবস্থার প্রতি জনগণের গভীর হতাশারই প্রতিফলন। পরিস্থিতি এখনো অস্থির, এবং দেশটির রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি ক্রমেই উত্তেজক রূপ নিচ্ছে।

সূত্র: দ্য ডন

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement