পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তারেক রহমান
Published : ১৮:৫৫, ৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। কূটনৈতিক সৌজন্য বিনিময়ের অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ইমরান হায়দার গত বছরের আগস্ট মাসে পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক মহলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আসছেন।
এদিকে, একই দিন শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিডি/এএন

































