পঞ্চগড়ে তাপমাত্রা ৬.৯ ডিগ্রি
Published : ২০:২৫, ৯ জানুয়ারি ২০২৬
হিমালয় কন্যা নামে খ্যাত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে চলতি মৌসুমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ ৯ জানুয়ারি শুক্রবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গভীর রাতে থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা পড়েছে।
এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ ও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। প্রচন্ড শীত ও ঘনকুয়াশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে দিনমজুর,শিশু ও বয়স্ক ব্যক্তিরা। তীব্র শীতের কারণে অনেকেই কাজে বের হতে পারছে না। খড়কুটো, শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে অনেককে শীত নিবারণ করছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা করছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিন এমনপরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
রংপুরে অগ্নিদগ্ধ নারীর মৃত্যু
বিডি/এএন


































