ভারতে মুসলিম যুবক ও হিন্দু তরুণীর প্রেম, দুজনকেই মাটিচাপা

ভারতে মুসলিম যুবক ও হিন্দু তরুণীর প্রেম, দুজনকেই মাটিচাপা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৯, ২২ জানুয়ারি ২০২৬

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে এক মুসলিম যুবক ও এক হিন্দু তরুণীর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দুজনকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

পুলিশ জানায়, বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় পৃথক একটি স্থানের মাটি খুঁড়ে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুসলিম যুবকের নাম আরমান (২৭)। তিনি দীর্ঘ চার বছর সৌদি আরবে কর্মরত ছিলেন এবং কয়েক মাস আগে দেশে ফেরেন। দেশে ফেরার পর তার সঙ্গে কাজল (২২) নামের এক হিন্দু তরুণীর পরিচয় হয়, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

পুলিশের তথ্যমতে, বিষয়টি জানাজানি হলে ভিন্ন ধর্মের এই সম্পর্ক মেনে নিতে পারেননি কাজলের পরিবার। অভিযোগ রয়েছে, কাজলের তিন ভাই পরিকল্পিতভাবে আরমান ও কাজলকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর মরদেহ দুটি নদীর পাড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়। এ ঘটনায় তিন ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে, এর মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দেখানো স্থান থেকেই পরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মোরাদাবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ সতপাল আন্তিল বলেন, কাজলের তিন ভাইই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। তাদের স্বীকারোক্তির ভিত্তিতেই মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তরা প্রথমে দুজনকে বেঁধে ফেলে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

এদিকে আরমানের বোন গণমাধ্যমকে জানান, কাজলের সঙ্গে আরমানের সম্পর্কের বিষয়ে তাদের পরিবার আগে কিছুই জানত না। আরমান সৌদি আরবে দীর্ঘদিন কাজ করার পর মাত্র তিন মাস আগে দেশে ফিরেছিল।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement