ভারতের উত্তর প্রদেশে উড্ডয়নের সময় ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমান

ভারতের উত্তর প্রদেশে উড্ডয়নের সময় ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২৪, ২২ জানুয়ারি ২০২৬

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার সময় ভারতীয় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে আছড়ে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটলেও স্বস্তির বিষয় হলো—বিমানে থাকা দুই পাইলটই অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন।

বুধবার (২১ জানুয়ারি) নির্ধারিত উড্ডয়ন প্রশিক্ষণের অংশ হিসেবেই বিমানটি আকাশে ওড়ে। তবে উড্ডয়নের একপর্যায়ে যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো সমস্যার কারণে বিমানটির নিয়ন্ত্রণ আর ধরে রাখা সম্ভব হয়নি। এর ফলেই সেটি প্রয়াগরাজ এলাকার একটি জলাশয়ে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন এবং ভারতীয় বিমানবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিমান বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে দুই পাইলটই প্যারাস্যুট ব্যবহার করে নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়।

বিমানবাহিনী সূত্র নিশ্চিত করেছে, এ ঘটনায় কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। যেহেতু বিমানটি জনবসতিহীন এলাকায় একটি পুকুরে পড়ে, তাই আশপাশের কোনো ঘরবাড়ি বা সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, পুকুরের পানিতে প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে এবং কয়েকটি অংশে আগুন জ্বলছে। অন্য একটি ভিডিওতে পাইলটদের প্যারাস্যুটের মাধ্যমে আকাশ থেকে নেমে আসার দৃশ্য দেখা যায়, যা দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট করে তোলে।

এই ঘটনার পর ভারতে সামরিক বিমান পরিচালনা ও প্রশিক্ষণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক সামরিক বিমান দুর্ঘটনা ঘটেছে, যা উদ্বেগ বাড়িয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে উড্ডয়নের সময় ভারতীয় বিমানবাহিনীর ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এছাড়া এর আগে চেন্নাইয়ের তাম্বারাম এলাকায় প্রশিক্ষণ মিশনে থাকা একটি পিলাটাস পিসি-৭ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। একই বছরে মার্চ মাসে হরিয়ানার পাঞ্চকুলার কাছে কারিগরি ত্রুটির কারণে একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাও ঘটে।

সবশেষ এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ভারতীয় বিমানবাহিনী ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement