২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন ভারতের দুই ক্রিকেট মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা।
তবে বিশ্বকাপের পর তাদের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার সম্ভাবনা থাকায় ক্রিকেট মহলে ইতিমধ্যেই তাদের অবসর-পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল) প্রকাশ্যেই কোহলি ও রোহিতকে তাদের লিগে খেলার আমন্ত্রণ জানিয়েছে। লিগটির সহ-মালিক অভিনেতা অভিষেক বচ্চন জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এই দুই কিংবদন্তি ক্রিকেটারকে ইটিপিএলে খেলতে দেখতে চান তিনি।
এক ক্রীড়া সাংবাদিকের সঙ্গে আলাপে অভিষেক বচ্চন সরাসরি কোহলি ও রোহিতকে উদ্দেশ্য করে বলেন, “দয়া করে বিরাট আর রোহিতকে বলবেন, তারা যখন অবসর নেবেন, তখন যেন অন্য কোনো লিগের আগে ইটিপিএলে এসে খেলেন।” এর মাধ্যমে তিনি চাইছেন, অন্তত এই দুই তারকার একজন ইটিপিএলের মুখ হিসেবে পরিচিত হোক।
ইটিপিএলের প্রথম আসরের উদ্বোধন আগামী আগস্টে হওয়ার কথা রয়েছে। লিগের জন্য প্রস্তুত তিনটি দল—আমস্টারডাম, এডিনবরো এবং বেলফাস্টের দল—এই লিগের সূচনা করবে। যদিও ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত নাম এখনো নির্ধারিত হয়নি, তবু আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাজারে নিজেদের অবস্থান সুসংহত করতে বড় তারকাদের আনতে ইটিপিএল কর্তৃপক্ষের আগ্রহ প্রবল।
বিদেশি টি-টোয়েন্টি লিগগুলোর আগ্রহ কোহলি ও রোহিতকে নিয়ে নতুন কিছু নয়। আগেও এসএ২০, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) ভারতীয় এই দুই তারকাকে খেলাতে আগ্রহ দেখিয়েছে। তবে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেওয়া পর্যন্ত ভারতীয় ক্রিকেটাররা বিদেশি লিগে খেলতে পারবেন না, শুধুমাত্র আইপিএল ছাড়া।
সব মিলিয়ে, যদি ভবিষ্যতে কোহলি ও রোহিত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান, তবে ইউরোপের ক্রিকেট মঞ্চে বিশ্বের এই দুই বড় নামকে দেখা যেতে পারে। এটি শুধু ইটিপিএলের জন্য নয়, বরং বিশ্ব ক্রিকেটের বিস্তার এবং নতুন বাজারে পরিচিতির জন্যও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হবে।































