বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া, নবায়নের সময় স্বয়ংক্রিয় ইস্যুর

Published : ১৩:৩৩, ৯ আগস্ট ২০২৫
বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) এখন থেকে বাংলাদেশি কর্মীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে। এই সুবিধা শুক্রবার, ৮ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যেসব বাংলাদেশি কর্মী বর্তমানে বৈধ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাদের আর আলাদাভাবে এমইভির জন্য আবেদন করার প্রয়োজন হবে না। পিএলকেএস নবায়নের সময় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আন্তর্জাতিক প্রবেশপথে স্বয়ংক্রিয়ভাবে এমইভি ইস্যু করবে।
এই নীতি পরিবর্তনের ফলে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় চাকরি চালিয়ে যাওয়ার পাশাপাশি দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে বাড়তি ভিসা প্রক্রিয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন। ব্যক্তিগত, পারিবারিক কিংবা জরুরি প্রয়োজনে দেশে ফেরার পর পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করা আগের তুলনায় অনেক সহজ হবে।
শ্রম ও প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ শুধু কর্মীদের সময় ও অর্থ সাশ্রয় করবে না, বরং বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক শ্রম সম্পর্ক আরও সুদৃঢ় করবে। তারা মনে করছেন, দীর্ঘদিন ধরে কর্মীরা যে ভিসা-সংক্রান্ত জটিলতার মুখোমুখি হচ্ছিলেন, এই নীতিমালা সেই সমস্যার সমাধান করবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশি শ্রমবাজারের জন্য একটি ইতিবাচক অগ্রগতি। এর ফলে দুই দেশের মধ্যে শ্রমবাজার ব্যবস্থাপনা ও কর্মীদের অধিকার সুরক্ষা আরও জোরদার হবে।
মালয়েশিয়া বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ দিচ্ছে। বিশেষ করে নির্মাণ, সেবা ও উৎপাদন খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা উল্লেখযোগ্য। এমইভি সুবিধা চালুর মাধ্যমে এসব কর্মী তাদের কাজের ধারাবাহিকতা বজায় রেখে আন্তর্জাতিক যাতায়াত আরও সহজভাবে করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
A