সাংবাদিক হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

Published : ১৯:৩৫, ৮ আগস্ট ২০২৫
গাজীপুরে দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস' অ্যালায়েন্স।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেসক্লাব-এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা শুধু একটি ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। তারা বলেন, বারবার সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে, হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু বিচার হচ্ছে না। এভাবে বিচারহীনতা চলতে থাকলে সাংবাদিকতার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারহীনতার প্রসঙ্গ টেনে বলেন, সাংবাদিক সাগর-রুনি থেকে শুরু করে কোনো সাংবাদিক হত্যা বা হেনস্তার বিচার হয়নি। গত ১৭ বছর ধরে সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার চাওয়া হচ্ছে, কিন্তু তা এখনো পাওয়া যায়নি। এ পর্যন্ত যতগুলো মামলা হয়েছে, কোনো মামলারই সুরাহা হয়নি।
তারা বলেন, ইন্টারিম সরকারের ওপর আশা ছিল— সাগর-রুনি এবং জুলাই মাসে ঘটে যাওয়া সাংবাদিক হত্যাকাণ্ডগুলোর বিচার করবে, কিন্তু তারাও ব্যর্থ হয়েছে। বরং তাদের পক্ষ থেকে কোনো বিচার প্রক্রিয়া দেখা যায়নি। এমনকি নিহতদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, আবার হত্যাকারীদেরও গ্রেপ্তার করা হয়নি। মানববন্ধনে তারা এর প্রতিবাদ ও নিন্দা জানান। পাশাপাশি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার যেন অনতিবিলম্বে হয়, সে দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন— জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার ইস্রাফিল ফারাজী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) সভাপতি ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক অন্তু মুজাহিদ, ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) সভাপতি, দেলোয়ার হোসেন , দেশ টিভির রিপোর্টার হাসান মাহমুদ, এনটিভির রিপোর্টার প্রিন্স নাহিদ এবং বাংলানিউজের রিপোর্টার পল্লব প্রমুখ।
A