ফোর্বসের নতুন তালিকায় আজিজ খানের সম্পদ কমেছে, কমেছে অবস্থানও

ফোর্বসের নতুন তালিকায় আজিজ খানের সম্পদ কমেছে, কমেছে অবস্থানও ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৬, ৪ সেপ্টেম্বর ২০২৫

সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় বাংলাদেশের ব্যবসায়ী মুহাম্মদ আজিজ খানের অবস্থান আট ধাপ নেমে গেছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস প্রকাশ করে এ তালিকা।

নতুন তালিকায় দেখা যায়, আগের বছরের তুলনায় আট ধাপ পিছিয়ে তিনি এখন ৪৯তম স্থানে রয়েছেন। ২০২৩ সালে প্রকাশিত ফোর্বস তালিকায় তার অবস্থান ছিল ৪১তম। সিঙ্গাপুরের নাগরিকত্ব থাকায় তিনি দেশটির শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হন। বর্তমানে তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফোর্বসের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, মুহাম্মদ আজিজ খানের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১০ কোটি মার্কিন ডলার। দুই বছর আগের তুলনায় তার সম্পদ কিছুটা হ্রাস পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement