হাসপাতালের অপারেশন থিয়েটারে ‘অষ্টম শ্রেণি পাস’ যুবক!

হাসপাতালের অপারেশন থিয়েটারে ‘অষ্টম শ্রেণি পাস’ যুবক! রংপুরে প্রশান্ত (লাল বৃত্তে) নামে ‘অষ্টম শ্রেণি পাস’ এক যুবক সিজার করতে গিয়ে ধরা। ছবি : কালবেলা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২৫, ৪ সেপ্টেম্বর ২০২৫

রংপুর নগরীর ধাপ এলাকায় অবস্থিত বেসরকারি ইউনাইটেড হাসপাতালের অপারেশন থিয়েটারে সন্তান প্রসবকালীন অস্ত্রোপচার (সিজার) চলছিল এমন সময় ধরা পড়েছেন প্রশান্ত নামে এক যুবক। ওই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘অষ্টম শ্রেণি পাস’ মাত্র। ঘটনাস্থলে উপস্থিত জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা তাকে হাতেনাতে ধরেন। পরে পালানোর চেষ্টা করেও সে রক্ষা পাননি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে হাসপাতালের এ ভয়ংকর প্রতারণা ধরা পড়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অভিযুক্ত যুবক বোরকা পরে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন, তবে দুই ঘণ্টা টয়লেটে লুকিয়ে থাকার পরও ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়ে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু তাকে তিন মাসের সাজার পাশাপাশি হাসপাতালের মালিক সামসুদ তিবরীজকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, পাঁচ বছর ধরে হাসপাতালটি লাইসেন্স নবায়ন করেনি এবং পরিবেশ ছাড়পত্রসহ বৈধ কোনো কাগজপত্রও নেই। তবু হাসপাতালটি দীর্ঘদিন ধরে জটিল ও গুরুতর রোগের চিকিৎসা ও অপারেশন চালিয়ে আসছিল। অভিযানে ধরা পড়া যুবকের নাম প্রশান্ত, যিনি ওই হাসপাতালে নিয়মিত চিকিৎসা করতেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামের ময়না বেগম (২৬) সন্তান প্রসবের জন্য ওই হাসপাতালেই ভর্তি হন। ভর্তির কিছুক্ষণ পরই অপারেশন থিয়েটারে নিয়ে তার সিজার করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা জানান, অভিযানে হাসপাতালে গিয়ে এক প্রসূতি নারীকে অস্ত্রোপচারকালে পাওয়া যায়। সেলাই করার সময় যুবক নিজেকে চিকিৎসক দাবি করলেও পরে স্বীকার করেন, “আমি চিকিৎসক নই, মাত্র অষ্টম শ্রেণি পাস করেছি।” এরপর বোরকা পরে পালানোর চেষ্টা করেন। ডা. শাহীন আরও বলেন, হাসপাতালটির বৈধ কোনো কাগজপত্র নেই এবং লাইসেন্সের মেয়াদও পাঁচ বছর আগে শেষ হয়ে গেছে। নবায়নের জন্য আবেদনও করা হয়নি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement