ফিড ক্যারিয়ার কনফারেন্স ও জব ফেয়ার ২০২৫

ফিড ক্যারিয়ার কনফারেন্স ও জব ফেয়ার ২০২৫

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৭, ৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার): আসন্ন ফিড ক্যারিয়ার কনফারেন্স ও জব ফেয়ার ২০২৫ এর আনুষ্ঠানিক ঘোষণা দিতে ফাউন্ডেশন ফর ইয়ুথ ডেভেলপমেন্ট (ফিড) আজ ঢাকার The Cuisine Hub-এ আয়োজন করে প্রেস কনফারেন্স। এই বহুল প্রতীক্ষিত আয়োজন আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে লালমনিরহাটে অনুষ্ঠিত হবে।


লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার স্নাতক (চলমান), স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, নার্স এবং চাকরি প্রার্থীদের অংশগ্রহণে এই কনফারেন্সে থাকবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, ইন্টারেক্টিভ কাউন্সেলিং সেশন, নেটওয়ার্কিং সুযোগ এবং জব ফেয়ার। অংশগ্রহণকারীরা দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন, যেখানে চাকরির আবেদন, তাৎক্ষণিক নিয়োগ ও ইন্টার্নশিপের সুযোগ থাকবে। 


বিশেষ আকর্ষণ হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ আয়োজন করবে রঙের উৎসব “কালার কার্নিভাল”। এছাড়া এসি আই পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ এবং অন্যান্য স্বনামধন্য কর্পোরেট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 


মিট দ্য প্রেস-এ বক্তব্য রাখেন ফিড-এর প্রেসিডেন্ট নাসরীন নাহার জেনেভা, তিনি বলেন:“ প্রশিক্ষণ, উদ্যোক্তাবান্ধব পরিবেশ, সঠিক কর্মসংস্থান, নাগরিক সম্পৃক্ততা, টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবা, এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করে, আমরা এমন সুদক্ষ যুবসমাজ গড়ে তুলতে চাই যারা ব্যবসায়িক উদ্যোগ ও উদ্ভাবনে নেতৃত্ব দেবেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন, এবং পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন। সর্বোপরি, তারা নিজেদের দায়িত্ব ও কর্তব্যসমূহ সঠিকভাবে এবং আনন্দের সঙ্গে পালন করবেন।” 


মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিড-এর প্রেসিডেন্ট নাসরীন নাহার জেনেভা, প্রতিষ্ঠাতা ও মহাসচিব মির্জা রাকিব হাসান শোভন, হাবিবুর রহমান হাবিব,আইন ও প্রশাসনিক বিষয়ক সম্পাদক,  পিআর অ্যান্ড কমিউনিকেশনস সম্পাদক মোহাম্মদ জি. জিসান, কোর কাউন্সিলর নার্গিস নাহার মেরি এবং মেম্বার সম্পাদক মো. শাওন ইসলাম।


আগ্রহী অংশগ্রহণকারী প্রার্থীদেরকে  আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়।
 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement