ঢাকায় এসে পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক পিটার হাসের

ঢাকায় এসে পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক পিটার হাসের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও পিটার হাস। সংগৃহীত ছবি। ছবি সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৩, ৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রায় এক ঘণ্টা ধরে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন। সকাল ৮টা ৪৮ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে বুধবার তিনি কক্সবাজারে যান এবং রাতেই ঢাকায় ফিরে আসেন।

পিটার হাস ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। গত বছরের জুলাই-আগস্টে গণআন্দোলনের অল্প কিছুদিন আগে তিনি দায়িত্ব শেষ করেন এবং ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফিরে যান। এরপর মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসর নিয়ে অক্টোবরে বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে যোগ দেন। প্রতিষ্ঠানটির বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ রয়েছে এবং কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল, বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্যই পিটার হাসকে দলে নেওয়া হয়েছে। সেই কারণে অবসর নেওয়ার পরও তিনি প্রায়ই বাংলাদেশ সফর করছেন।

গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা কক্সবাজার সফরে গেলে গুঞ্জন ওঠে যে, তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক করেছেন। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন শীর্ষ নেতা সেখানে উপস্থিত ছিলেন বলে শোনা যায়। তবে ওয়াশিংটনভিত্তিক সূত্রগুলো জানিয়েছিল, সে সময় পিটার হাস যুক্তরাষ্ট্রেই ছিলেন।

এপ্রিল মাসেও তিনি ঢাকায় এসেছিলেন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজিত এক বৈঠকে যোগ দেন। সেই সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

সবশেষ এ সফরে তিনি সরাসরি পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন। ফলে তার সফর ও এ আলোচনাকে ঘিরে কূটনৈতিক মহলে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement