ভিপি প্রার্থীর সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকাশ্যে নিরাপত্তা হুমকি

ভিপি প্রার্থীর সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকাশ্যে নিরাপত্তা হুমকি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৮, ৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থী আবদুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো বাঁচার আকুতি জানিয়েছেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এ নেতা তার পোস্টে লিখেছেন, “আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে আবদুল কাদের জানিয়েছেন, রাজাকার নিয়ে কথা বলার পর থেকে তার ঘুম উধাও হয়ে গেছে। তিনি লিখেছেন, “এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর জন্য অনুরোধ করছি। সেই রাজাকার বিষয়ে কথা বলার পর থেকেই শুরু হয়েছে, প্রতিনিয়ত এটি আরও বৃদ্ধি পাচ্ছে। তারপর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে থাকি; শরীর কাঁপছে।”

ডাকসু নির্বাচনে ভিপিপ্রার্থী এই শিক্ষার্থী প্রশ্ন তুলেছেন, “একটা মানুষকে নিয়ে আর কত হেনস্থা করবেন? মানুষের কতটুকু ধৈর্য থাকে, আমি আর কতদিন সহ্য করতে পারব জানি না।”

তিনি আরও উল্লেখ করেছেন, অনলাইনে যদি হেনস্থা এখানেই সীমাবদ্ধ থাকতো, তা মেনে নেওয়া যেত। কিন্তু এখন পর্যন্ত তার বাড়ির কাছাকাছি গিয়ে তার মা-ও এই বিষয় শুনতে বাধ্য হয়েছেন।

শেষে আবদুল কাদের লিখেছেন, “১০ দিন আগের বক্তব্য কাট করে প্রোপাগান্ডা না ছড়ালেও পারতেন। পুরো বক্তব্যটি তুলে ধরলে মানুষ বুঝতে পারতো বক্তব্যের সারমর্ম। এখন এটি শুধুই শুরু, আরও ৫ দিন বাকি। ততোদিনে কী ঘটতে পারে, ভাবলে আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাই।”

এই পোস্টের মাধ্যমে আবদুল কাদের তার নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন, যা বিশ্ববিদ্যালয় নির্বাচনকে আরও উত্তেজনাপূর্ণ ও চাপপূর্ণ করে তুলেছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement