ঢাবি শিক্ষার্থীদের স্বস্তির নতুন ছোঁয়া অনিকের লিফলেট বিতরণে

ঢাবি শিক্ষার্থীদের স্বস্তির নতুন ছোঁয়া অনিকের লিফলেট বিতরণে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৪, ৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ ছাত্রদল সমর্থিত সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৈয়দ ইমাম হাসান অনিক। ইতিমধ্যেই তার হাতপাখা আদলে তৈরি লিফলেট বিতরণ ক্যাম্পাসে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রার্থী বেশি হওয়ায় প্রচারণার ব্যস্ততায় শিক্ষার্থীরা অনেক সময় লিফলেট গ্রহণে অনিচ্ছুক থাকলেও, তীব্র গরমেও অনিকের অভিনব হাতপাখা লিফলেটটি স্বেচ্ছায় গ্রহণ করছেন তারা। চারদিকে প্রচণ্ড গরমের মধ্যে এই লিফলেট বিতরণ শিক্ষার্থীদের সাময়িক স্বস্তি দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনবহুল এলাকায় লিফলেট বিতরণের সময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা হাস্যোজ্জ্বল মুখে অনিকের এই ব্যতিক্রমী প্রচারণা অভিনন্দন জানাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, “এই গরমে এমন ইম্প্রুভাইজ প্রচারণা খুবই প্রিয় হয়েছে। হাতপাখা লিফলেটের মাধ্যমে মনে হলো, আপনি ইতিমধ্যেই সমাজসেবা শুরু করে দিয়েছেন। আপনার জন্য শুভকামনা।”

ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত অনিক বলেন, “অধিকার রক্ষার আন্দোলনে আমি পূর্বেও সক্রিয় ছিলাম। শিক্ষার্থীদের সঙ্গে মিলে এগিয়ে যেতে চাই। নির্বাচিত হই বা না হই, এই ধারাবাহিকতা বজায় রাখব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের ভাই-বোনদের পাশে থেকে লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “ইতিবাচক রাজনৈতিক পরিবেশ রক্ষা এবং সম্প্রীতির ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য। সামাজিক বিভেদ ও বৈষম্য দূরীকরণে সামাজিক সম্পর্ক রক্ষায় আমি প্রিয় ভোটারদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement