জামালপুরে চার বছরের দাম্পত্য জীবন ছেড়ে চলে গেছেন আয়েশা খন্দকার (২২) নামে এক গৃহবধূ। ঘটনার সময় তার সঙ্গে ছিলেন প্রেমিক, আর তিনি তার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়েই উধাও হয়েছেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্বামী তানজিদ ইসলাম।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালেই জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। স্ত্রীর এমন আচরণে ভেঙে পড়েছেন স্বামী তানজিদ ইসলাম অন্তর। তিনি পরিবারের সদস্য ও পরিচিতদের কাছে দোয়া চেয়েছেন, যাতে তার স্ত্রী ফিরে আসে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে আয়েশা ও অন্তরের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মাত্র দুই বছরের মধ্যে আয়েশার জীবনে অন্য পুরুষের উপস্থিতিতে পারিবারিক অশান্তি তৈরি হয়। ধীরে ধীরে সেই পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যার প্রভাবে আয়েশা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ঘটনার সময় অন্তর দেখেন, তার স্ত্রী ঘরে নেই। ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল, আর ওয়ারড্রোবে রাখা তিন ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ দুই লাখ ত্রিশ পাঁচ হাজার টাকা সঙ্গে নিয়ে উধাও হয়েছেন আয়েশা। স্ত্রীর খোঁজে শহরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তিনি ব্যর্থ হন এবং শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, তাদের কাছে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।