শিক্ষার্থীদের কল্যাণে নিবদ্ধ থাকুন শিক্ষকেরা: ইউজিসি চেয়ারম্যান

Published : ১৯:৩১, ১৩ অক্টোবর ২০২৫
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত থাকার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ফায়েজ।
তিনি বলেছেন, শিক্ষার্থীদের চাহিদা ও আকাঙ্ক্ষা বুঝে শিক্ষকদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা উচিত।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ফায়েজ আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করাই শিক্ষকদের মূল দায়িত্ব। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্যই প্রতিষ্ঠিত, তাই শিক্ষকের ভূমিকা তাদের প্রতি দায়বদ্ধ থাকা। শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং আস্থা থাকলে বিশ্ববিদ্যালয় পরিবেশ আরও শিক্ষাবান্ধব ও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি বলেন, শিক্ষক-ছাত্র সম্পর্ক উন্নয়ন, আত্মউন্নয়ন এবং আত্মবিশ্লেষণের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ অপরিহার্য। শিক্ষকদের উচিত খোলা মনে প্রশিক্ষণে অংশগ্রহণ করা এবং প্রশিক্ষণের দুর্বল দিকগুলো চিহ্নিত করা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং বাউবির উপাচার্য প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে হিট প্রকল্পের প্রোগ্রাম অফিসার আবু তালেব মু. মুনীর সঞ্চালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাউবির উপ-উপাচার্য প্রফেসর ড. সাঈদ ফেরদৌস, প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার।
উল্লেখ্য, চার মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণে ৪০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রভাষক এবং ৩০ জন সহকারী অধ্যাপক অংশ নিচ্ছেন।
বিডি/এএন