প্রথম দিনেই পোস্টাল ভোটিং অ্যাপে সাড়ে তিন হাজার নিবন্ধন
Published : ১৯:৩৯, ২০ নভেম্বর ২০২৫
পোস্টাল ভোট বিডি অ্যাপের প্রথম দিনেই প্রায় সাড়ে তিন হাজার ভোটার নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিবন্ধিত ভোটাররাই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশন বিভিন্ন অঞ্চলের জন্য পাঁচ দিন করে নিবন্ধনের সময় নির্ধারণ করেছে। প্রথম ধাপে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার ৫২টি দেশের প্রবাসীরা ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।
নিবন্ধন শুরুর প্রথম ২৪ ঘণ্টায় মোট নিবন্ধিত হয়েছে ৩ হাজার ৩৯১ জন। কোন দেশে কতজন নিবন্ধন করেছেন তা https://portal.ocv.gov.bd/report পোর্টালে প্রকাশ করা হয়েছে। সালীম আহমাদ খান জানান, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ৩ হাজার ২০৪ জন এবং নারী ১৮৭ জন।
দেশভিত্তিক হিসাবে দক্ষিণ কোরিয়ায় ১ হাজার ৭৪৫ জন, জাপানে ৬৯০ জন, চীনে ৩৬৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৬৩ জন, লিবিয়ায় ৬১ জন, মিশরে ৫২ জন, উগান্ডায় ১৯ জন, মোজাম্বিকে ১৫ জন, মরিশাসে ১৪ জন, নাইজেরিয়ায় ১১ জন, লাইবেরিয়ায় ১১ জন, বতসোয়ানায় ৯ জন, কঙ্গো প্রজাতন্ত্রে ৬ জন, তানজানিয়ায় ৫ জন, কেনিয়ায় ৪ জন এবং মরক্কোতে ৪ জন নিবন্ধন করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধনের প্রতি প্রবাসী ভোটারদের আগ্রহ ভালোই দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যেই নিবন্ধনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪২৩। পুরো চিত্র জানা যাবে আগামী ২৩ নভেম্বর। ধাপে ধাপে বিশ্বের অন্যান্য অঞ্চলের প্রবাসীরাও ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তিদের জন্য নিবন্ধন প্রক্রিয়া চলবে ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত, এবং এই সময়সীমায় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধনের সুযোগ পাবেন।
বিডি/এএন
































