সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
Published : ১৯:৩১, ২০ নভেম্বর ২০২৫
সশস্ত্র বাহিনী দিবসকে কেন্দ্র করে সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিশেষ বাণীতে তিনি দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রামে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যসহ সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বাণীতে প্রধান উপদেষ্টা স্মরণ করেন, মুক্তিযুদ্ধের শুরুতেই সশস্ত্র বাহিনীর সদস্যরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধযুদ্ধে অংশ নেন এবং মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসে নেতৃত্ব দেন। তিনি উল্লেখ করেন, ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত পাল্টা আক্রমণের মধ্য দিয়েই দখলদার বাহিনীর বিরুদ্ধে বিজয়ের পথ আরও সুগম হয়।
এই আক্রমণে মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনী এবং দেশপ্রেমিক জনগণ একসঙ্গে লড়াই করেন। এর পরিণতিতে ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধরে রাখতে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
অধ্যাপক ইউনূস বলেন, দেশের সংকটময় মুহূর্তগুলোতে—গণ-অভ্যুত্থান থেকে শুরু করে নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, শিল্প কারখানায় নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অস্ত্র উদ্ধারসহ বহু ক্ষেত্রে—সশস্ত্র বাহিনীর সদস্যরা বেসামরিক প্রশাসনকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছেন। এসব অবদানের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, গত ১৫ মাস ধরে জনগণের পাশে থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরা যে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন, তার ফলে দেশের সামগ্রিক পরিস্থিতির অগ্রগতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব হয়েছে।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় একইভাবে দায়িত্ব পালন করে যাবেন এবং জনগণের সঙ্গে মিলিতভাবে রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবেন।
বিডি/এএন
































